আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দীর্ঘদিন এক্স- রে মেশিন বন্ধ থাকার পর আবার রোগীদের নির্ভুল চিকিৎসা দিতে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন
করা হয়েছে।
শনিবার( ১২ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা, এ্যাডঃ দেলোয়ার হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর, কাউন্সিলর মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও ইব্রাহিম মোল্লা, ডাঃ মুনমুন সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
উদ্বোধন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Devoloped By WOOHOSTBD