আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
আমি কৃষকের সন্তান, কৃষকের ঘামের গন্ধ” আমার বাবার কাছ থেকে পাই। আমি আপনাদের সন্তান, কারো ভাই। আমার কার্যকলাপ ও দায়িত্বশীলতা সম্পর্কে আপনারা অবগত। আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভা নির্বাচন, আপনাদের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌর নির্বাচন করতে চাই। গনসংযোগে পৌরসভার ভোটারদের কাছে, এভাবেই কথাগুলি বলছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ভাইস চেয়ারম্যান, বিআরডিবি চেয়ারম্যান ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মতিয়ার রহমান হাজরা।
আজ রবিবার ( ২৯জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে পশ্চিম পাড়, ঘাঘর বাজার,মহুয়ার মোড় সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ-সময় উপস্থিত ছিলেন, হাজী আব্দুল আজিজ হাজরা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাজরা, হারেস হাজরা, হাজী আব্দুর রব, রোকন হাজরা,শাহিন হাজরা, লায়েক হাজরা,সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী হাজরা, হাজী দুলাল হজরা,ভিপি হায়দার আলী হাজরা,এমদাদ তালুকদার, দলীল লেখক কামাল গাজী, পলাশ হাজরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মতিয়ার রহমান হাজরা পৌরসভার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। দীর্ঘ ত্রিশ বছর আওয়ামী রাজনীতির সাথে যুক্ত রয়েছি।আমি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর হাজরার নাতি ও বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া হাজরার আপন চাঁচত ভাই। আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন গর্বিত সন্তান। আমাকে যদি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত করে। আপনাদের দোয়ায় আর আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিনের তত্ত্বাবধানে শেখ হাসিনার কাঙ্ক্ষিত সপ্নের স্মার্ট পৌরসভা গড়ে তুলব। #
Devoloped By WOOHOSTBD
Muchas gracias. ?Como puedo iniciar sesion?