মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে ইদানীং প্রবাসী মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন অধিকাংশরা। এ দিকে গত ১৩ জানুয়ারি (সোমবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জামসেদ আলী( ৪৪) নামের এক বাংলাদেশী মৃত্যু বরণ করছেন বলে জানা গেছে। সে কুয়েত জিলিব আল সুয়েক (হাসাবিয়া) এলাকায় বসবাস করতেন।পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
জামসেদের লাশ স্হানীয় হাসপাতাল মর্গে রয়েছে। মৃত্যু জামসেদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন। সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।
Devoloped By WOOHOSTBD