আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুষ্টিয়া- ১ দৌলতপুর আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ওবায়দুল্লাহ’র নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া কমিটির সভাপতি ফজলুল হক বুলবুল, সদস্য মকলেছুর রহমান, জেলা যুব মৈত্রী সভাপতি মনিরুজ্জামান মজনু,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দৌলতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুব মৈত্রীর সভাপতি ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, দৌলতপুর জাতীয় কৃষক সমিতির সদস্য শরিফ মোল্ল্যা, সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছে। এ দেশের মানুষ তার পরিশ্রমের সঠিক পারিশ্রমিক পায়না। তাদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদশের ওয়ার্কার্স পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা অংশ গ্রহন করছি এই সংগ্রামকে এগিয়ে নিতে। আমরা নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ করবো । আমাদের দেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষকরা সকল সময় অবহেলিত। কৃষকের অধিকার আদায় করতে আমারা নির্বাচনে মাধ্যমে কৃষককে ঐক্যবদ্ধ। আগামী দিনের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমরা মনে করি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সরকার গঠনে ভূমিকা রাখবে।
Devoloped By WOOHOSTBD