দৌলতপুর প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া -১ আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম রেজা বাচ্চু। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
বাংলাদেশ কংগ্রেসের নির্বাচনী প্রতীক ডাব মার্কা। কুষ্টিয়া -১ আসনে দলীয় মনোনয়ন প্রদান করায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলামের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম রেজা বাচ্চু। এসময় সেলিম রেজা বাচ্চু বলেন,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে কাংখিত উন্নয়ন হয়নি। বহুল প্রতীক্ষিত প্রাগপুর স্থলবন্দর বাস্তবায়ন, প্রত্যন্ত গ্রামে নাগরিক সেবার মান বৃদ্ধি, পদ্মাতীরের অবহেলিত জনপদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র বিমোচন, মাদক নির্মূল,শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যথাযথ রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি। কৃষক,শ্রমিক মেহনতী জনতা তথা দৌলতপুরের উপজেলার সর্বস্তরের সকলের দোয়া ও সহযোগিতা কামনা এবং ডাব মার্কা প্রতীকে সকলের মূল্যবান ভোট কামনা করেন তিনি।
Devoloped By WOOHOSTBD