হালচাল নিউজ ডেস্ক – বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (বাউস) ও কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবার (কুউপ) আয়োজিত কুষ্টিয়া পৌরসভা বটমূল প্রাঙ্গণে ৫ দিন ব্যাপি উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জীবন রহমান মোহন মুঠোফোনে হালচাল নিউজ কে বলেন, আপনাদের প্রিয় উদ্যোক্তা বান্ধব গ্রুপ বাউস ও কুউপ উদ্যোগে কুষ্টিয়া পৌর বটমূল প্রাঙ্গণে ১৫ থেকে ১৯ ফ্রেব্রুয়ারী ( ৫ দিনব্যাপী) একটি উদ্যোক্তা মেলার আয়োজন করতে যাচ্ছে।
উক্ত মেলায় আপনি আপনার প্রতিষ্ঠানে পণ্য নিয়ে অংশ গ্রহণ করতে পারেন।
▪️স্টল নিতে করনীয় –
উক্ত মেলায় স্টল নিতে হলে অবশ্য আপনাকে বাউস কুউপ এডমিন প্যানেলে যোগাযোগ করতে হবে।
স্টল নিতে ৫ দিনের জন্য আপনাকে মাত্র দুই হাজার টাকা সাথে দুইশত টাকা সার্ভিস চার্জ সহ জমা দিতে হবে।
এই দুই হাজার টাকার বিনিময়ে আপনি পাবেন- ৫ দিন- একটি স্টল, একটি টেবিল, দুইটা চেয়ার, একটি লাইট। আর ব্যানার আমাদের নিদিষ্ট দোকান থেকে আপনাকে করে নিতে হবে।
৫ দিনের মেলায় সকল অংশগ্রহণকারীকে ক্রেস্ট প্রদান করা হবে।
আপনার পণ্য আপনার নিজ দায়িত্বে রাখার ব্যবস্থা করতে হবে।
মেলার ৫ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে।
আগত মেলাতে আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রসারিত করার জন্য স্পন করতে পারবেন। স্পনসর করতে চাইলে নিম্নে নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।
যোগাযোগ ঠিকানা-
যোগাযোগ- 01768-262965 হোসনেরা জামান 01742-397493 স্বপ্না জামান
01319-447346 ইমরোজ রিমা ও
01883-488352 জুবায়ের হোসেন।
Devoloped By WOOHOSTBD