হালচাল প্রতিবেদক::
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বারংবার নির্বাচিত সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সভাপতি, সাবেক পিপি ও জিপি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল এবং নারী ও শিশু আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেহেদী হাসান সিদ্দিকীর পরিষদ।
আজ ৯ই ফেব্রুয়ারি দুলাল-মেহেদী পরিষদের পক্ষে তাদের প্যানেলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতি কুষ্টিয়ার সিনিয়র – জুনিয়র আইনজীবীবৃন্দ৷
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দেওয়ান মাসুদ মিঠু, সিনিয়র আইনজীবী ও কুমারখালি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু এবং জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামস তানিম মুক্তি যৌথভাবে সংবাদ প্রতিবেদককে জানায়, কুষ্টিয়া আইনজীবী সমিতিতে দুলাল ভাইয়ের বিকল্প নেই, ইনশাআল্লাহ বিপুল ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়যুক্ত হবেন দুলাল-মেহেদী পরিষদ।
সভাপতি পদে পুনরায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আইনজীবী সমিতির প্রাণপুরুষ নুরুল ইসলাম দুলাল, তিনি তার রানিং মেট হিসেবে বেছে নেন বাংলাদেশের আইন অঙ্গনের ঐতিয্যবাহী পরিবারের কনিষ্ঠ এ আইনজীবীকে। নির্বাচিত হলে এ যাবত কালের সর্বোচ্চ উন্নয়ন দৃশ্যয়ান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন বলে অঙ্গীকার করেন অ্যাড. দুলাল ও মেহেদী সিদ্দিকী।
Devoloped By WOOHOSTBD