কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় বিক্রয়.কম অনলাইনে বিজ্ঞাপন দেওয়া পালসার ১৬০ সিসি মোটর সাইকেল যার রেজিস্ট্রেশন নম্বর-কুষ্টিয়া ল-১৩-২১২০, চেচিস নম্বর-MD2A92CY1JCM82978, ইঞ্জিন নম্বর-JEYCJM1880, অজ্ঞাতনামা আসামি কর্তৃক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা করে আত্নগোপন করে। পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মটর সাইকেল সহ বিক্রয়.কমের গাড়ী ক্রয়ের প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন (২৮) কে আটক করেছে পুলিশ।
আটককৃত চোর চক্রের সদস্য আব্দুল্লাহ আল মামুন (২৮) যশোর জেলার তালবাড়িয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। তিনি অরো জানান, কুষ্টিয়া জেলার খোকসা থানার সন্তোষপুর গ্রামের বাসিন্দা আবু মুছার ছেলে মোঃ সোহেল হোসেন (২৫) তার ব্যবহৃত পালসার ১৬০ সিসির একটি মোটর সাইকেল বিক্রয়ের জন্য বিক্রয়.কমে বিজ্ঞাপন দেন। এ বিজ্ঞাপনের সূত্র ধরে মোবাইল ফোনে এক প্রতারক ছদ্ম নাম ঠিকানা ব্যবহার করে তার সাথে যোগাযোগ করে। গত ৬ ডিসেম্বর উক্ত প্রতারক খোকসায় এসে মোটর সাইকেলের মালিক সোহেল হোসেন এর সাথে সাক্ষাৎ করে ও মোটর সাইকেলটির দাম নিয়ে দরকষাকষি করে কেনার জন্য রাজী হয়। একপর্যায়ে গাড়িটির ইঞ্জিন কেমন আছে বলে মালিকের নিকট থেকে মোটর সাইকেলটি নিজে চালিয়ে দেখার জন্য উক্ত প্রতারক অনুরোধ করে। মালিক সোহেল হোসেন সরল বিশ্বাসে নিজ মোটর সাইকেলটি প্রতারককে চালাতে দেয়। এ সময় মোটর সাইকেলটি একাকী চালিয়ে নিয়ে প্রতারক আর ফিরে আসেনি। পরে মোটর সাইকেল মালিক সোহেল বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন সুফল না পেয়ে খোকসা থানায় এসে অভিযোগ করলে থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হলে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) দীপন কুমার ঘোষ তথ্য প্রযুক্তির সহায়তায় বিক্রয়.কমের গাড়ী ক্রয়ের জন্য আসা প্রতারকের প্রকৃত নাম ঠিকানা উদঘাটন করেন। পরবর্তীতে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই (নিঃ) দীপন কুমার ঘোষ এর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২২ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে যশোর জেলার তালবাড়িয়া এলাকা হতে উক্ত প্রতারক আব্দুল্লাহ আল মামুন (২৮) কে আটক করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী ইবি থানাধীন লক্ষীপুর বাজার হতে উক্ত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। ধৃত আসামি আব্দুল্লাহ আল মামুন (২৮) কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD