মিফতা ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রফেসর পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ি থেকে মঙ্গলবার দুপুর ১২ টার সময় তুষার মন্ডল জিম (২০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের অনুসন্ধানী টিম কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে, ভেড়ামারা শহরের প্রফেসার পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে তুষার মন্ডল জিম বাড়িতে না আসলে তার পরিবার খোজ খবর নিতে থাকে। আজ দুপুর ১২ টার সময় শহরের প্রফেসার পাড়ায় গোলাম মোস্তফা রুবেল (রুবেল অটো) এর বাড়ির ৩ তলার সিড়ি ঘরে রক্তাক্ত অবস্থায় তুষার মন্ডল জিম এর লাশ পাওয়া যায়।
ঘটনাস্থলে ভেড়ামারা খানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছেন বলে জানা যায়। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায় নি।
Devoloped By WOOHOSTBD