কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায় পুলিশ সদস্য কে দুই নারী চড়থাপ্পড় মারেন। সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।
উক্ত পুলিশ সদস্য কে দেখা না পেয়ে এবং অফিস হতেও কি কারণে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারেও কোনো তথ্য দেননি।
Devoloped By WOOHOSTBD