ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ
কুমারখালী থানার পুলিশের অভিযানে
শিলাইদহ দাড়িগ্রাম থেকে ১টি গাজার গাছ ও ১জন মাদক কারবারি আটক করা হয়।
অফিসার ইনচার্জ কুমারখালী থানার নির্দেশনায় ইং-২২/০১/২০২৪ তারিখ কুমারখালী থানার এসআই(নিঃ) নজরুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নিঃ)/ ইকবাল হোসেন, এএসআই (নিঃ)/ রিপন আলী বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রাম হতে ০১(এক) টি গাঁজার গাছ, লম্বা অনুমান ১৫ ফিট, গাছের কাঁচা পাতা ডালপালা শিকড় সহ মোট ওজন ৫০(পঞ্চাশ) কেজি সহ আসামী মিন্না খন্দকার(৪৫), পিতা-মোঃ আপিল উদ্দিন খন্দকার, গ্রাম- দাড়িগ্রাম , ইউনিয়ন শিলাইদাহ , থানা- কুমারখালী, জেলা -কুষ্টিয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Devoloped By WOOHOSTBD