নাজমুল হক নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বাধন রানা ও নয়ন হোসেন নামে দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে কাঁদা ছোড়াছুড়ির ঘটনায় দুই শিশুকে এলোপ্যাথাড়ী মারপিটের অভিযোগ হয়েছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, নদীতে গোসল করতে যায় বাধন রানা ও নয়ন হোসেন সে সময় মো: মুহিন এর সাথে কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে নদীতেই মারমারির ঘটনা ঘটে ।
পরবর্তীতে মুহিন পিয়ার উদ্দিন এর ছেলে আ: রাজ্জাক ( মুহিনের মামা) কে বললে পিয়ার জান বেওয়া (বাধনের দাদী)র বাড়ীতে আ: রাজ্জাক ও তার পিতা পিয়ার আলী গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রান নাশের হুমকি দিয়ে আসেন । হুমকি দেওয়ায় নয়ন এর পিতা প্রবাশী হওয়ার কারনে ছেলে এবং তার পরিবার নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন পিয়ারজান বেওয়া।
এবং গত ইং ১৬/০৭/২০২৩ তারিখে জোকাহাটে চাল ব্যবসায়ী আ: রাজ্জাক ও তার পিতা পিয়ার উদ্দীন বাধন রানা ও নয়ন হোসেনকে বাজারে দেখতে পেয়ে সবজি ব্যবসায়ীদের সামনেই এলোপাথাড়ী ভাবে মারপিট করেন ।
মারপিটের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের দারা খবর পেয়ে তাদের সহযোগীতায় বাধন রানা ও নয়ন হোসেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসে। পরে অসুস্থ বেশী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন ।
এ বিষয়ে স্থানীয় সবজি ব্যবসায়ী মো: হাফিজুর রহমান , মো: মোজাম্মেল , মো: জালাল বলেন আমাদের কাছে বাচ্চা দু’টি বাজার করতে এসেছিলো এমন সময় চাল ব্যবসায়ী আ: রাজ্জাক এসেই এলোপ্যাথাড়ী মারপিট শুরু করেন । আমরা বিভিন্নভাবে বাচ্চা দু’টি কে বাচানোর চেষ্টা করেছি তবুও বাচ্চাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে । পরে পরিবারের লোকজনদের খবর দিলে তারা এসে বাচ্চা গুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী নিয়ে যায়।
এ বিষয়ে অভিযোগকারী পিয়ারজান বেওয়া ও বাধনের বাবা বিদ্যুৎ হোসেন বলেন , আমার ছেলে ও ভাতিজাকে অন্যায়ভাবে মারা হয়েছে এবং বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এখন অবদি হুমকী দিয়েই যাচ্ছে । তাই প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবী করছি এবং আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি ।
এ বিষয়ে অভিযুক্ত আ: রাজ্জাক এর সাথে কথা বলে জানাগেছে , বাচ্চাদের মারামারির ঘটনায় আমি চড়থাপ্পড় দিয়ে শাসন করেছি তারাও আমার চাচাত ভাই হয় ।
এ বিষয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ করলে এস আই ফরহাদ হোসেন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি কোর্টে পাঠিয়েছেন।
Devoloped By WOOHOSTBD