কলকাতার ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান “বৈদিক যোগ পীঠ” বৈঠক যোগ গুরুকুল প্রতিষ্ঠান পরিদর্শন কালে উক্ত কেন্দ্রের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা।
যোগের শিক্ষা জগতে বৈদিক যোগ পীঠ এর অবদান অনস্বীকার্য। এখানে যোগের উপর সার্টিফিকেট কোর্স থেকে শুরু করে এমএসসি, মাস্টার্স, পিএইচডি ডিগ্রীসহ বিভিন্ন কোর্স এর সুবিধা রয়েছে। আল্লাহর রহমতে বৈদিক যোগ পীঠ ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর মধ্যে শীঘ্রই একটি চুক্তি সম্পাদন হতে যাচ্ছে যাতে করে বাংলাদেশের যোগীরাও যোগের শিক্ষায় শিক্ষিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বনাম বয়ে আনতে পারে। বৈদিক যোগ পীঠ ও বৈদিক গুরুকুল এর চেয়ারম্যান তপন বর্মন বলেন,বাংলাদেশে যোগকে প্রতিষ্ঠিত করতে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা দীর্ঘদিন ধরে নিরলসভাবে বিনামূল্যে যোগের প্রশিক্ষণ দিয়ে চলেছেন যা বিরল। শুধু তাই নয় তিনি ও ভারতবর্ষের মত যোগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে প্রচার প্রচারণা লেখা লেখী সাধ্যমত চালিয়ে যাচ্ছে। তারও স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট, মহিলা ফুটবল এর মত যোগে ও বাংলাদেশের নাম থাকবে। তার এই মহৎ কাজে আমরাও শরীক হতে চাই। আমাদের সাধ্যমত বুদ্ধি পরামর্শ এবং গাইডলাইন প্রদান করতে পিছুপা হবো না।
Devoloped By WOOHOSTBD