পৃথিবীতে সবার মাঝে জেগে থাকে মা,
মায়ের মতন এতো আপন আরতো হয় না।
মা’য়ের কোলে দোলে দোলে ঘুম পেরেছি কত,
মায়ের কোলে ঘুমের প্রশান্তি হয় না কভু অতো।
মা আমার পরম যত্নের আদর মাখা সোহাগ,
মা আমার গল্প বলা হাসি খুশির এক খোরাক।
আমার প্রিয় মা মনি আমার প্রিয় শিক্ষক।
মা আমার গর্ভধারনী আমারই সে অভিভাবক।
বিপদের সময় মায়েই আমায় আগলে ধরে থাকে।
ভালো বাসলাম যারে আমি সে থাকে ফাঁকে ফাঁকে।
অসুখ বিসুখ হলেও বেশ সেবা দেয় সে যে মা।
তাহার চেয়ে শ্রেষ্ঠ সেবক আর হয় না তুলনা।
মা অতি মমতাময়ী আর ধৈর্য ধারণী।
মা আমার জীবন চলার পাশে শারথী।
মা আমার প্রেরণা জোগায় সাহস জোগায় প্রচুর।
মায়ের মুখের গল্প শুনে কার আসে না ঘুম?
Devoloped By WOOHOSTBD