পাশের বাড়ির খালেদার মা
কসাইপাড়ায় গেলো
কালো একটা কুকুর এসে
অমনি কামড় দিলো।
বিষের জ্বালায় খালেদার মা
হাউ মাউ করে উঠিলো
তাহার এমন পরিণতি দেখে
সবাই দৌড় দিলো।
তোমরা যারা দেখেছো সবে
এমন পরিণতি
তোমাদের ও হতে পারে
অতি তাড়াতাড়ি।
অসহায় লোকের বিপদ দেখে
পালিয়ে যেও না সবে
মানব সেবায় খোদা মিলে
যেনো তোমরা তবে।
Devoloped By WOOHOSTBD