ভালবাসার অভাবে দেউলিয়া-
তনু-মন, চঞ্চলতা, অবয়ব,
হিয়া-সকলই চুপচাপ, নিথর ছায়া।।
কাঠ নেই, গাছ নেই, কোথায়
ঠোঁকর মারবে কাঠ-ঠোঁকরা,
ছাদহীন, কাজহীন, অলস মায়া।।
বিরহে আরাম হারাম, হারায়ে গতি
স্নিগ্ধতার ঘাটতি হাহুতাশ ক্ষণ,
সে এমন করে দিয়ে যায় ক্ষতি।।
ভালবাসার অভাব প্রেমিকের চোখে
রঙধনুর সাত রং মাঝে নীলরঙ হারা
ফটিকজল চেয়ে মরে মহাশোকে।।
গোলাপি ঠোঁটে কালো রঙ পড়া
সাগরে ভাঁটার ছবি-নদীরা মরে,
ভালবাসা বিহনে সে যে পথহারা।।
শুষ্ক মরুভূমি, উত্তাপ ছড়ায় বুকে
গাছেরা ভালবাসাহীন শূণ্যে খাড়া,
পত্র ঝরায়, লুটায়, মাটিতে দুঃখে।।
চুল নাই, তাই নেড়ের ভালবাসা
হায়, দাড়িয়ে দাড়িয়ে বিলাপ করে,
ভালবাসার অভাবে বাড়েই হতাশা।।
কতদিন সূর্যের ভালবাসা ঝাপসা মলিন
মেঘের আড়ালে চলে গেছে আলো,
চাঁদের ভালবাসায় নেই আগের সুদিন।।
সেও নেই, জ্যোৎস্নাকে মনে হয় ধোয়া
আর যায় না পাওয়া শুভ্র সুন্দর জ্যোতি,
ভালবাসা হীনে সব কিছু গেছে খোয়া।।
কৃষ্ণপক্ষ ছিনিয়ে নিয়েছে চাঁদের কায়া
দূর তারাদের আলোও পড়ে না হেথা,
ভালবাসার অভাব তাই অল্প মায়া দয়া।।
সমাজ সংসারে যেয়ে কি হবে মিছেমিছি
ভালবাসা সেখান থেকে নিয়েছে বিদায়,
নগ্ন রূপে হেঁটে চলে-বিদায়, খেলে কানামাছি।।
নিঃশব্দে ঘুরে দেখো, অন্য কোনো আকাশ
কারো কাছে নেই ভালবাসা, জলন্ত অগ্নিগিরী,
কেউ হারিয়েছে জেদের বসে, সুখের নিবাস।।
কেউ হারিয়েছে নেশার ঘোরে, ঘাপটি মেরে
ভালবাসার অভাবে সবকিছু আজ বিকল,
সে আসে ঝুলিতে, লোভের জিহ্বা লয়ে তেড়ে।।
সে চুটিয়ে চেটেপুটে খেয়েছে, অস্তিত্বের সব-
উঠোন বৈঠকের আগেই দিয়েছে তালাক,
‘সুখ পাখি হাওয়া-হেথায় পেঁচার কলোরব।।
Devoloped By WOOHOSTBD