স্টাফরিপোর্টার ঃমোঃশহিদুল ইসলাম পিয়ারুল : ময়মনসিংহের নান্দাইলে একরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি। বৃহস্পতিবার দিবাগত রাতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নান্দাইল উপজেলার শত শত হেক্টর ফসলি জমি পানির নীচে তলিয়ে গেছে। অর্থ ও পরিশ্রম ব্যায় করে আমন আাবাদ করেছিল কৃষাণ- কৃষাণীরা। কিন্তু বৃষ্টির পানিতে ফসলি জমি নষ্ট হয়ে যাওয়া দিশেহারা হয়ে পড়েছে কৃষক। পাশাপাশি মৎস্য চাষকৃত ডোবা ও পুকুরের পাড় ডুবে মাছ বেরিয়ে যাওয়ায় হতাশায় ভোগছে মৎস্য চাষীরা। বিশেষ করে নান্দাইল উপজেলার গাংগাইল, রাজগাতী, মুসুল্লি, খারুয়া, সিংরইল ইউনিয়ন সহ সবকটি ইউনিয়নের আমন আবাদ এখন পানির নীচে। এদিকে পানি বৃদ্ধির কারণে মৎস্য শিকারীরা ব্যাস্ত সময় পার করছে। টাক জাল, জাহি জাল, কুচ সহ বিভিন্ন ধরনের মাছ ধরার সামগ্রী দিয়ে মাছ ধরার আনন্দে মেতে উঠেছে তারা। এ যেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। অপরদিকে মানুষের বাড়ি-ঘর ও রাস্তা-ঘাটও পানির নীচে তলিয়ে গেছে। এতে করে যোগাযোগ ব্যাবস্থা সহ জীবন-যাপনে দুর্ভোগের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সাধারণ মানুষ বলছে, এটা সৃষ্টিকর্তা তথা আল্লাহ পাকের খেলা। এতে কারো হাত নেই। আল্লাহ যা করেন তা মানুষের ভালোর জন্যই করেন।
মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
০৬-১০-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯
Devoloped By WOOHOSTBD