আমরা বিভিন্ন সুত্রে অবগত হয়েছি ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম আয়োজিত – সাহিত্য পদক -২০২৪ ইংরেজি ২৬ ও ২৭ এপ্রিল ২৪ ইংরেজি তারিখে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে যথা সময়েই অনুষ্ঠিত হবে -ইনশাআল্লাহ। ইতি মধ্যে আমেরিকা থেকে সকল কর্মব্যস্ততা ফেলে রেখে আল্লাহ পাকের খাছ রহমতে সুস্থ শরীরে সিলেটে এসে আমাদের মাঝে অবস্থান করছেন ইউ,এস,এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা কবি শাহ্ মোঃ সফিনুর। অনুষ্ঠান কে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য দেশ বিদেশের অনেক গুণীজন ও ইতিমধ্যে ঝাঁকে ঝাঁকে সিলেটে এসে অবস্থান করছেন। আমরা জানি অনেকেই প্রস্তুুতি ও গ্রহণ করছেন আবার কোন কোন গুনীজনরা রাস্তায় ও আছেন। দুই দিনের এই সাহিত্য পদক অনুষ্ঠান, উক্ত দুই দিনই দেশ বিদেশের অনেক গুণীজন ও আসবেন। আমরা সকলের যাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামানা করছি। আরো আনন্দের সংবাদ হচ্ছে যে – অতি শীগ্রই ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম আয়োজন করছে বিশ্ব সেরা জমকালো একটি সাহিত্য অনুষ্ঠানের। এতেও আপনারা সকলেই আমন্ত্রিত। আমরা সকলের অংশ গ্রহণ ও সুস্বাস্থ্য কামনা করছি।
Devoloped By WOOHOSTBD