লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের ৬০ পরিবারের মাঝে এ রান্না-করা খাবার বিতরণ করা হয়।
কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ রান্নাকরা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাবুল হাজী,মো. ইসমাইল পাটোয়ারী, তারেক মোল্লা, মো. জুয়েলসহ প্রমুখ।
লক্ষ্মীপুরে প্রতিদিন দুইটি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্নাকরা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রীসহ বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করে আসছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবাই নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষ বেশিরভাগ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র উঠলেও, এখনও অনেক পরিবার দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে। গত দুইদিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করছে।
Devoloped By WOOHOSTBD