ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আজ সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে শামীমুল ইসলাম ছানা ক্লাবের সার্বিক খোঁজ খবর নেন এবং বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। জাতির স্বার্থে সুস্থ ধারার সাংবাদিকতা করার পরামর্শ প্রদান করেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি সাংবাদিকদের সাথে দেশের ও দশের ভালোর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সেবামূলক কার্যক্রম করতে দেখা যায়। সুস্থ ধারার সাংবাদিকতার পাশাপাশি একটি সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এটাই প্রত্যাশা কামনা করেন।
Devoloped By WOOHOSTBD