ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারা মিরপুর উপজেলার পদ্মার তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙন এর ফলে বহু জায়গা জমি ফসল এমনকি জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারও তলিয়ে গেছে। যার কারণ হিসেবে বালি উত্তোলন, তীরে বালি সংরক্ষণ, তীরবর্তী এলাকায় মাটি কাটা এবং পারমাণবিক কেন্দ্র কে দায়ী করা হয়। আর কিছু জায়গা ভাঙলে কুষ্টিয়া পাবনা মহাসড়ক ও তলিয়ে যাবে বলে বিশেষজ্ঞদের অভিমত। যে বালুর কারণে আজ এত বড় বিপর্যয় তারপর ও বালু উত্তোলন এবং বালু সংরক্ষণ বন্ধ হলো না। এতদিন বলতো রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য হাতপা বাঁধা। জনমনে প্রশ্ন প্রশাসনের কি এখনও হাতপা বাঁধা? আর কত সর্বনাশ হলে আর কত ক্ষতি হলে প্রশাসনের টনক নড়বে এবং বালু খেকোদের বিবেক বোধোদয় জাগ্রত হবে? জাগো এলাকা বাসী জাগো? বালু খেকোদের বিরুদ্ধে সোচ্চার হও। নদী ভাঙন রক্ষা করো। অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের।
Devoloped By WOOHOSTBD