হালচাল প্রতিবেদক-
অপারেশন/ ইনজেকশন কিংবা ঔষধ ছাড়াই যোগ দিয়ে সমাধান পেতে আজই চলে আসুন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এ।
PLID হলো কোমড়ে ব্যথার পাশাপাশি পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়। পায়ে অবশ, ঝিঝি লাগে।
যদি ডিস্ক প্রলাপস হয়, তাহলে তা নার্ভে চাপ সৃষ্টি করে। ফলে ব্যথা ওই নার্ভের বরাবর ছড়িয়ে পড়ে পায়ের দিকে।
প্রাথমিক উপসর্গঃ
১. প্রথম দিকে কোমড়ে ব্যথা হয়। পরে ব্যথা কোমড় হতে পায়ের দিকে ছড়িয়ে পরে।
২. শোয়া অবস্থায় ব্যথার তীব্রতা কম থাকে।
৩. বসে থাকলে ব্যথার তীব্রতা বাড়তে থাকে।
৪. দাঁড়িয়ে থাকলে ব্যথার তীব্রতা বসার চেয়ে বেশি অনুভব হয়।
৫. হাটতে শুরু করলে, কিছুক্ষন পর ব্যথার কারণে রোগীর পা অসার হয়ে বন্ধ হয়ে আসে এবং রোগী বসে পড়তে বাধ্য হয়।
৬. মাঝে মাঝে পায়ের ব্যথার স্থানসমূহে জ্বালা পোড়া অনুভব হতে পারেl ব্যথা কোমড় হতে পায়ের দিকে যায়। কখনও মনে হয় কাটা দিয়ে খোচানো অনুভূতি হয়।
এটা খুবই কষ্টকর একটা রোগ। শুধু ঔষধে এটা সারেনা বলে দিনের পর দিন ঔষধ চালিয়ে যেতে হয় কিন্তু আমরা আপনাকে অনুরোধ করছি মাত্র ২ সপ্তাহ যোগ করে মিরাকল ফলাফল নিজে উপলব্ধি করুন।
চিকিৎসা সেবা এবং যোগ সম্পর্কে বিস্তারিত জানতে —
লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা
ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড
থানার সামনে, ভেড়ামারা, কুষ্টিয়া।
০১৭১২২৭৬৭৫৩
Devoloped By WOOHOSTBD