নওগাঁর আত্রাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর২৪) বিকাল সারে তিনটায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের মারিয়া গ্রামে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলাগুলো দিন দিন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। গ্রামীন সংস্কৃতিগুলো আমাদের ধরে রাখা দরকার। এসময় ঐতিহ্যবাহি লাঠিখেলার আয়োজন করায় পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টুকে ধন্যবাদ জানান। খেলার আয়োজক পূর্ণিমা পল্লী উন্নয়ন সংস্থার সত্তাধিকারী এস এম হাসান সেন্টু খেলায় সভাপতিত্ব করেন। এসময় মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেন, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা জামাতের আমীর খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহ-সভাপতি রুহুল আমীন, মনিয়ারী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ সভাপতি স্বপন কুমার দত্ত, ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি একে এম কামাল হোসেন টগর প্রমুখ উপস্থিত ছিলেন।
এলাকার শতশত নারী পুরুষ ভির করে খেলা উপভোগ করেন।
এবার লাঠি খেলায় দীঘা, নখোপাড়া ও রাতোয়ালের দল অংশ নেয়। খেলায় বিশেষ আকর্ষন হিসাবে জীবন্ত মানুষ কবর দেওয়া হয়।
Devoloped By WOOHOSTBD