আজ আমরা গরমে দিশেহারা। আজ মানুষ অনুভব করছে গরমের কি কষ্ট? গরম থেকে বাঁচতে AC সমাধান নয়। আজ পুরো বাংলাদেশে 300 কোটি গাছের প্রয়োজন। একটা সুন্দর পৃথিবী গড়তে আসুন আমরা সবাই গাছ লাগায়। বনাঞ্চল উজাড় হলে এই গরম আরো বৃদ্ধি পাবে। গরম সবে শুরু 45°C থেকে 49°C থেকে 55°C থেকে 60°C হতে বেশি সময় লাগবে না। 56°C হলে মানুষের বাঁচা মুশকিল হবে।
জীবনের সবচেয়ে ভালো কাজ হলো গাছ লাগানো, যার ছায়ায় আমরা নিজে হয়তো বসার আশা করি না, কিন্তু এটা জানি যে আমাদের এই কাজ অন্যদের জন্য ভালো ফল দেবে…।
হাদিসে আছ, ‘যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করল, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে এই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন। গাছের প্রতিটি পাতা আল্লাহর জিকির করে। সেই জিকিরের সওয়াব রোপণকারীর আমলনামায় লেখা হয়।
তাই এই গরম থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে আসুন সবাই একটি করে হলেও গাছ লাগাই। কারন ভবিষ্যৎ প্রজন্মরা সব আমাদেরই সন্তান..
এখন বৃষ্টির মৌসুম। কমপক্ষে দুটি গাছ হলেও লাগানোর চেষ্টা করি। সরকারের উপর সব ছেড়ে দেবেন না।
তানা হলে ভবিষ্যতে আরো কি হবে আল্লাহ তায়ালাই ভালো জানেন। একটি সুন্দর পৃথিবী রক্ষায় আসুন আমরা গাছ লাগায় এবং অপরকে লাগাতে উৎসাহিত করি। বনাঞ্চল কে আর ধ্বংস না করি। সংক্ষিপ্ত একটা চিত্র দেখুন আমরা আমাদের নিজেদের ভুলে কোথায় যাচ্ছি – প্রকৃতির প্রতিশোধ বড়ই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। বনভূমি উজাড় করার তালিকায় আমরা শীর্ষে অবস্থান করছি। তথ্য মতে আমরা আমাদের ব্যক্তিস্বার্থে স্বল্প সময়ের ব্যবধানে ৯৪ হাজার একর বনভূমি উজাড় করেছি। কক্সবাজারের পেয়ারা বনের মতো এক বিশাল বন এখন আর নেই। সুন্দরবন উজাড় হবার পথেই। গাজীপুর ও টাঙ্গাইলের প্রায় ৬০,০০০ (ষাট হাজার) একর বনভূমি দখলে চলে গেছে রিসোর্ট মালিকদের মত বহু উদাহরণ রয়েছে। অপরদিকে রাস্তা ঘাট করতে গেলে সবার আগে গাছ কাটা হয়।
এইভাবে বনাঞ্চল উজাড় হলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। তাই আসুন সরকারের পাশাপাশি আমরা আমাদের সাধ্যমত সবাই বৃক্ষ রোপণ করি এবং অপরকে বৃক্ষ রোপণ করাতে উৎসাহিত করি। মনে রাখবেন,
গরমের হাত থেকে বাঁচতে গাছ লাগান।
পরিবেশ বাঁচান।
গাছই জীবন, গাছই প্রাণ।
গাছ লাগান, প্রাণ বাঁচান।
প্রয়োজন ছাড়া গাছ কাটা নিষিদ্ধ কারণ পরিবেশ কে শান্ত, শীতল মনোমুগ্ধকর রাখতে গাছ কর্তন করা উচিৎ নয়।
অপ্রয়োজনে বৃক্ষ নিধন করাকে কঠোরভাবে নিষেধ করেন প্রিয়নবী (সা.)। আবদুল্লাহ ইবনে হুবশি (রা.) থেকে বর্ণিত হাদিসে হুঁশিয়ারি দিয়েছেন। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।’ (আবু দাউদ, হাদিস : ৫২৪১)
অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে [যে গাছ মানুষের উপকার করতো], আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন।’ (বায়হাকি, হাদিস: ৬/১৪০)
অসহনীয় গরমের হাত থেকে রক্ষা পেতে সরকারের পাশাপাশি আসুন আমরা সবাই মিলে গাছ লাগায়! পরিবেশ বাঁচায়…।
Devoloped By WOOHOSTBD