ভেড়ামারা প্রতিনিধি – বাংলাদেশের প্রায় রাজনৈতিক দলের জাতীয় নেতাদের জন্মস্থান কুষ্টিয়ার ভেড়ামারায়। সেই সাথে ছিল বা আছে দেশের গুরুত্বপূর্ণ সেক্টর এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। এছাড়াও শিল্পপতি, বিশিষ্ট ব্যবসায়ীসহ অসংখ্য গুণীজনদের জন্মস্থান হওয়া সত্বেও ভেড়ামারা বাসীর কপাল পোড়া। কপালের ফেরে আজ যে উন্নয়ন হবে ভেড়ামারার কিন্তু জন্মস্থানের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকায় আজ আমরা ভেড়ামারা বাসী বঞ্চিত।
জন্মই কি আজন্ম পাপ? জাতীয় নেতাদের জন্মস্থান কুষ্টিয়ার ভেড়ামারায় হওয়া সত্বেও ভেড়ামারার দৃষ্টান্ত মূলক তেমন কোন উন্নয়ন চোখে পড়েনা। আজ আমাদের মন চাইলেও শান্তি তে রাস্তায় হাঁটতে পারিনা, ভাঙা রাস্তায় প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে পথযাত্রী ও যানবাহন।
ট্রেন জার্নি টা ছিল আরামদায়ক এবং সহজলভ্য কিন্তু কপালের ফেরে সেটাও হারাতে হলো। জাতীয় নেতাদ্বয় এবং উর্ধতন কর্মকর্তাদের নিকট আকুল আবেদন “সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করার দাবী ভেড়ামারাবাসীর। প্রয়োজনে নতুন রুটে, নতুন ট্রেন দেয়া হোক। তবুও ভেড়ামারায় পূর্বের মত ট্রেন চলুক এটাই ভেড়ামারা বাসীর জোর দাবী। জানিনা আমাদের এই কষ্ট টাও তাদের হৃদয় টার্চ করবে কিনা?
মন চাইলেও আমাদের সন্তানদের নিয়ে একটু শান্তিতে ঘুরতে পারিনা। বিনোদনের জন্য নেই কোন পার্ক, নেই কোন সুইমিং, নেই কোন খেলার মাঠ, নেই কোন সমাবেশ করার নির্ধারিত স্থান, নেই কোন বাসস্ট্যান্ড, নেই কোন জিমনেশিয়াম বা ইয়োগা সেন্টার, নেই কোন মানসম্মত চিকিৎসা সেবা কেন্দ্র, নেই বয়স্কদের জন্য বিনোদনের কোন জায়গা, নেই কোন মানসম্মত পাঠাগার, নেই বাসস্ট্যান্ড, নেই সিএনজি, অটো ষ্ট্যান্ড ইত্যাদি। এমন অসংখ্য কষ্ট বুকে নিয়ে ভেড়ামারা বাসী।
তাই জাতীয় নেতাদের কাছে বিনীত অনুরোধ এলাকার মানুষের জন্য কিছু করুন যা এ প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে আপনাদের নাম হৃদয়ে লেখা থাকে।
সেই সাথে দেশের গুরুত্বপূর্ণ সেক্টর এ যারা দায়িত্ব পালন করছেন এবং দেশের স্বনামধন্য ব্যক্তি ( যাদের জন্মস্থান ভেড়ামারায়) তাদের কেও এলাকার জন্য কিছু করার জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিনীত অনুরোধ রইল। জয় হোক জাতীয় নেতাদের, উন্নয়ন হোক ভেড়ামারা বাসীর প্রাণের স্বপ্ন গুলো।
Devoloped By WOOHOSTBD