আপনের সংজ্ঞা তরল হলেও,
সংজ্ঞা পাল্টে যায় সময়ের নীরিখে,
আপন মানুষ কখনও পর হয়,
পরও কখনও আপন হয়।
আপনতো সে যে বিপদে ঢাল হয়ে দাড়ায়,
যে ভালো পরামর্শ দেয় সঠিক পথে চলার,
উর্ধ্বতন অগ্রগতির জন্য যে ধাক্কা দেয়,
খারাপ ও ত্রুটি গুলো তুলে ধরে সংশোধন করায়,
যে কখনও ঠকায়না,অনৎসাহিত করেনা।